বাড়ছে পুরুষের স্তন ক্যানসার

anikhira1 | 2:36:00 AM | 0 comments


পুরুষের স্তন ক্যানসার নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, সম্প্রতি সারা বিশ্বেই এই রোগে আক্রান্ত পুরুষের সংখ্যা বাড়ছে। অ্যানথ্রোপলিজক্যাল সার্ভে অব ইন্ডিয়ার গবেষণায় বলা হয়, সমস্যার রেখচিত্রটা উপরের দিকে। পুরুষদের স্তন ক্যানসার নিয়ে করা এই গবেষণায় উদ্বিগ্ন চিকিৎসকরাও।

বিস্ময়কর তথ্য হচ্ছে, পুরুষদেরও যে স্তন ক্যানসার হতে পারে এই কথাই জানেন না অধিকাংশ মানুষ। সেজন্য অস্বাভাবিকতা দেখলে শুরুতেই চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজনীয়তাও বোধ করেন না। তাদের জন্য গড়ে ওঠেনি কোনো ‘সাপোর্ট গ্রুপ’।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সারা বিশ্বে যত স্তন ক্যানসারের রোগী পাওয়া যায়, কিছু দিন আগে পর্যন্ত তার এক শতাংশ পুরুষ বলে জানা যেত। ইদানিং সেই সংখ্যাটা দুই থেকে তিন শতাংশ হয়েছে। যে কোনও বয়সের পুরুষেরা স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন। নারীদের স্তন ক্যানসারের মতো পুরুষদের স্তন ক্যানসারের ক্ষেত্রেও পরিবেশগত এবং জিনগত কারণ রয়েছে। পরিবারে কারও স্তন ক্যানসার হয়ে থাকলে সেই পরিবারে মেয়েদের পাশাপাশি পুরুষদেরও ঝুঁকি অনেকটা বেড়ে যায়। এরই পাশাপাশি দেহের অতিরিক্ত ওজন, চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া, হরমোনের ওষুধ খাওয়া, অতিরিক্ত ধূমপানও এই রোগের ঝুঁকি বা়ড়িয়ে দেয়।

চিকিৎসকদের মতে, পুরুষদের স্তনে যেহেতু টিস্যু কম, তাই টিউমার হলে তা সহজে ধরা পড়ার সম্ভাবনা বেশি। কিন্তু অজ্ঞতার কারণেই বিষয়টি অগোচরে রয়ে যাচ্ছে।শুধু সাধারণ মানুষ নয়, অনেক চিকিৎসকও জানেন না যে পুরুষদের স্তন ক্যানসার হতে পারে। তাই অনেকের ক্ষেত্রেই রোগটা ধরা পড়ে দেরিতে। নারী ও পুরুষদের স্তন ক্যানসারের উপসর্গ এক। অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপির মতো চিকিৎসা প্রক্রিয়া পেরোতে হয় নারীদের মতো পুরুষদেরও। কিন্তু সচেতনতার অভাব সমস্যাটা বাড়িয়ে তোলে।

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments