ভারতে নয়, তাসকিনের বোলিং পরীক্ষা অস্ট্রেলিয়াতে

anikhira1 | 2:38:00 AM | 0 comments


এ ম্যাসের শেষের দিকে বোলিং অ্যাকশন পরীক্ষা দিবেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বিসিবি চাচ্ছে, ভারতে নয়, তাসকিনের বোলিং পরীক্ষা অস্ট্রেলিয়াতে করাতে। রবিবার মিরপুরে এমনটাই জানালেন আকরাম খান।

কেন?

এর অবশ্য ব্যাখা দেননি বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক আকরাম ।তবে মনে করা হচ্ছে, চেন্নাইয়ের ঐ ল্যাবের মান ও টেকনিয়াশনদের দক্ষতা নিয়ে প্রশ্ন থাকায় তাসকিনকে ফের ভারতে পরীক্ষা করাতে চাচ্ছে না বিসিবি।

মার্চে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আম্পায়াররা তাসকিন ও স্পিনার আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন। দিন ক’য়েক পরে আইসিসি অনুমোদিত চেন্নাইয়ের একটি ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন তারা। সেই পরীক্ষায় ক্রুটি ধরা পড়ায় সাময়িক নিষিদ্ধ হন এ দুই বোলার।

এরপর থেকে বোলিং ক্রুটি  সংশোধনে কাজ করে চলেছেন তারা। সম্প্রতি বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির তৈরী করা পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে তাতে পাশও করেন তাসকিন। ক’য়েকদিন আগে সেখানে পরীক্ষা দিয়েছেন স্পিনার আরাফাত সানিও।

আকরাম খান ইঙ্গিত দেন, তাসকিনের সঙ্গে আরাফাত সানির পরীক্ষাও হবে অস্ট্রেলিয়াতে।

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments