বীরের দীপ্ত প্রেরণায় জাতিকে নতুন সূর্যপথের আহ্বানের গল্প নিয়েই শেকল ভাঙার গান।

anikhira1 | 3:55:00 AM | 0 comments





মো:খালেকুজ্জামান অনিক
অমর একুশে গ্রন্থমেলা ২০১৭-তে আসছে তরুণ প্রতিশ্রুতিশীল গল্ককার ও ঔপন্যাসিক তালাত মাহমুদের নতুন বই শেকল ভাঙার গানবইয়ের ফ্ল্যাপ থেকে জানা যাচ্ছে, বইটি লিখিত হয়েছে ইতিহাস থেকে ‍বিস্মৃত হয়ে যাওয়া কিছু সংখ্যকবীরের পটভূমি নিয়ে। ফ্ল্যাপে আরও লেখা রয়েছে: কিছু সংখ্যক মানুষের সর্বত্যাগের ফলে এদেশ সাংস্কৃতিক পরাধীনতার নাগপাশ ছিঁড়ে মুক্তি পেয়েছে -স্বতন্ত্র অধিকার জন্মেছে জাতির। আমরা বাঙালি, বিশ্বমানচিত্রে সগৌরব প্রতিষ্ঠা আজ আমাদের। আজ সেই কিছু সংখ্যকদের জনার খোঁজ আমরা রাখতে পেরেছি? কিন্তু ইতিহাসের পথকে রুখবে সে সাধ্য কার? বৈরি পরিবেশে তাই আজো বিস্মৃত সেই কিছু সংখ্যকবীরের দীপ্ত প্রেরণায় জাতিকে নতুন সূর্যপথের আহ্বানের গল্প নিয়েই শেকল ভাঙার গান
বইটির প্রচ্ছদ করেছেন বিখ্যাত প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। বইমেলায় পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে বর্ণ প্রকাশের ২১২ নম্বর স্টলে। দাম ১৫০ টাকা।
তালাত মাহমুদ পেশায় একজন ব্যবস্থাপক। জিনপ্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিওতে তিনি ম্যানেজার পদে কর্মরত আছেন। সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিয়মিত লিখে যান গল্প-উপন্যাস।


কিছু সংখ্যক মানুষের সর্বত্যাগের ফলে এদেশ সাংস্কৃতিক পরাধীনতার নাগপাশ ছিঁড়ে মুক্তি পেয়েছে -স্বতন্ত্র অধিকার জন্মেছে জাতির। আমরা বাঙালি, বিশ্বমানচিত্রে সগৌরব প্রতিষ্ঠা আজ আমাদের। আজ সেই কিছু সংখ্যকদের কজনার খোঁজ আমরা রাখতে পেরেছি? কিন্তু ইতিহাসের পথকে রুখবে সে সাধ্য কার? বৈরি পরিবেশে তাই আজো বিস্মৃত সেই কিছু সংখ্যক বীরের দীপ্ত প্রেরণায় জাতিকে নতুন সূর্যপথের আহ্বানের গল্প নিয়েই শেকল ভাঙার গান
লেখক- তালাত মাহমুদ
প্রকাশক- বর্ণ প্রকাশ
প্রচ্ছদ- ধ্রুব এষ

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments