ঢাকা এফএমে রকমারি ডটকম “বইকথা” নিয়ে আসছেন আরজে শান্ত

anikhira1 | 9:14:00 PM | 0 comments



খালেকুজ্জামান অনিক :
লেখক মশিউর রহমান শান্ত। যিনি ইতিমধ্যে তরুণ লেখক হিসেবে বেশ পরিচিত। একই সাথে পরিচিতি পেয়েছেন এবিসি রেডিওতে আরজে হিসেবে কাজ করে। তবে উনি এবার নতুন আঙ্গিকে আসছেন ঢাকা এফএমে। রকমারি ডট কম এর সৌজন্যে শুরু করছেন বইমেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান “বইকথা”। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে নিউজ বাংলাদেশ ডটকম। অনুষ্ঠান এর ব্যাপারে আরজে শান্ত এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি মূলত গল্পের মানুষ। গল্প বলতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি। তাই “বইকথা” আমার জন্য নতুন এক ভালোবাসার জায়গা হয়ে দাঁড়াবে।

 এদিকে এর আগেও বইমেলা কেন্দ্রিক বইমেলায় “বই পোকা” নামক একটি অনুষ্ঠান করেছিলেন আরজে শান্ত। আরজে হিসেবে কাজ করবার পাশা-পাশি লেখক শান্ত এর খবর জানতে চাইলে তিনি জানান, বরাবরের মত এবারও বইমেলায় বই আসছে তার। “সূর্যোদয়” প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। আরেকটি বই ৫০ তরুণের তারকা জীবন প্রকাশ করছে স্টুডেন্ট ওয়েজ। নতুন এই বই দুটি নিয়ে বেশ আশাবাদী তিনি। নিজেকে রেডিও জগতের বাইরে মূলত লেখক হিসেবেই দেখতে চান প্রতিভাবান এই তরুণ। ইতিমধ্যে তার ৭ টি বই প্রকাশ হয়েছে। প্রকাশিত ছোট গল্পের সংখ্যা ৪২ টি, যার মাঝে ভারত থেকে প্রকাশ হয়েছে ৮ টি গল্প। এছাড়া স্ক্রিপ্ট লিখে চলেছেন অবিরত ভাবে। বেশ কিছুদিন কাজ করেছেন এবিসি রেডিও এর জনপ্রিয় ভৌতিক অনুষ্ঠান ডরের সঞ্ছালক হিসেবেও। বইমেলা কেন্দ্রিক অনুষ্ঠান বইকথা নিয়ে উচ্ছ্বাসিত রকমারি ডটকম এবং ঢাকা এফএম। বরাবরের মত ঢাকা এফএম অসাধারণ কিছু উপহার শ্রোতাদের জন্যে তৈরি করছেন এমনটি জানালেন ষ্টেশন এর হেড অফ প্রোগ্রাম সাকিব। আশা করছেন পুরো বইমেলা জুড়ে মান সম্মত একটি অনুষ্ঠান পরিবেশন করতে পারবেন তারা। ঢাকা এফএমে “বইকথা” অনুষ্ঠিত হবে প্রতিদিন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত, এবং শুক্র-শনিবার সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত। লেখক প্রকাশকদের এই আড্ডা বইমেলায় নতুন এক মাত্রা যোগ করবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments