ডাঃ বিশ্বজিত এবং পুষ্টিবিদ মহুয়ার সম্পাদনায় প্রকাশ হলো বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শ বই
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ, খাদ্য ও পুষ্টি বিভাগ- বারডেম ও ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের যৌথ উদ্যোগে প্রকাশ হয়েছে বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শ বইটি। জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান স্যারের নেতৃত্বে বইটির নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন ডা. বিশ্বজিত ভৌমিক এবং পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া। এছাড়াও ৩০ জনের বিশাল একটি টিম এই বইটির পেছনে অসামান্য অবদান রেখেছেন। সবার অসাধারণ এই প্রচেষ্টার কারনেই প্রকাশ হয়েছে বিভিন্ন রোগ ও অবস্থায় খাদ্য পরামর্শ বইটি।
একটি বইতেই থাকছে সবকিছু। আপনি যদি হৃদরোগ, কিডনি রোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ সহ যে কোন ধরণের রোগে ভুগে থাকেন, বইটি পড়লেই আপনি বুঝে ফেলতে পারবেন কোন অবস্থায় আপনার কি কি খাওয়া উচিত। বইটির সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি কি খাওয়া উচিতের ঠিক পাশেই আপনি জানতে পারবেন কি কি খাওয়া উচিত না এবং পাঠকের সুবিধার্থে লিখার পাশাপাশি ছবির মাধ্যমে বিষয়টি উপস্থাপন করে বইটিকে করা হয়েছে আরো আকর্ষনীয় । তাই এই বইটি আপনার বিভিন্ন রোগ ও অবস্থায় খাবার নির্বাচন করতে এক অসামান্য ভূমিকা পালন করবে।
সকল রোগীদের কথা মাথায় রেখে বইটির বিক্রি নিয়েও অভিনব চিন্তা করেছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্যরা। অসাধারণ এই বইটি আপনি পেয়ে যাবেন দেশব্যাপী বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং বাডাস স্বীকৃত সকল সেন্টারে।
এর বাইরেও দেশের যে কোন প্রান্ত থেকে বইটি পেতে আপনি ভিজিট করতে পারেন বইফেরী ডট কম। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
স্বাস্থ্যই সকল সুখের মূল। এই কথাটা আমরা সবাই জানি, কিন্তু মানি কয়জন? আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে দরকার সুষম খাবার এবং পরিমিত খাবারের তালিকা। এই বইটিতে যেভাবে সুন্দর করে খাবার তালিকা এবং সবকিছু গুছিয়ে লেখা হয়েছে বইটির সাথে সম্পৃক্ত সবার দৃঢ় বিশ্বাস এই বইটি সকল বয়সের সকল পেশার মানুষের জীবনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Category:
0 comments