১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জের ৫টি রাস্তা পাস

anikhira1 | 2:48:00 AM | 0 comments

 


মোখালেকুজ্জামান অনিক

অনেকদিন পর কেরানীগঞ্জ মডেল থানা সর্বস্তরের জনগণের আশা পূরণ হতে যাচ্ছে"

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি -একনেকের বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে কেরানীগঞ্জের ৫টি রাস্তা পাস হয়।

রাস্তা ৫টি হলো:
১. জিনজিরা-কোন্ডা ভায়া মিরেরবাগ বাজার, বেয়ারা বাজার রাস্তা ( ইকুরিয়া রাস্তা)
২. ঢাকা-মাওয়া রাস্তা, তেঘরিয়া সাপের বাজার রাস্তা, ভায়া মোল্লার হাট ( বেতকা রাস্তা)
৩.রুহিতপুর জিসি-বালুরট্রাক রাস্তা (ধর্মসুর সোনাকান্দা রাস্তা)
৪.গৈস্তা-শুভাঢ্যা পুরাতন রাস্তা
এবং
৫.ঢাকা-মাওয়া রাস্তা-খেজুরবাগ রাস্তা (খেজুরবাগ রাস্তা)
স্থানীয় সরকার বিভাগের কোন উপজেলা কেন্দ্রিক এত বড় প্রকল্প সম্ভবত এটিই প্রথম।
এই প্রকল্পের মাধ্যমে বদলে যাবে কেরানীগঞ্জের সার্বিক চিত্র। কেরানীগঞ্জই হবে সারা বাংলাদেশের সমন্বিত উন্নয়নের রোল মডেল।

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments