মো:খালেকুজ্জামান অনিক
দুটি গল্প নিয়ে অমর একুশে বইমেলা-২০১৭তে বের হয়েছে লেখক ও সাংবাদিক সুদীপ দে’র নতুন বই। এর মধ্যে 'জলস্বপ্নের প্রতিচ্ছবি' একটি রোমান্টিক উপন্যাস এবং অন্যটি সত্য ঘটনা অবলম্বনে 'রহস্য বাড়ি'।
দুটি প্রচ্ছদে ভিন্ন আয়োজনে বইটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান “স্টুডেন্ট ওয়েজ”। দু’টি উপন্যাসেরই প্রচ্ছদ করেছে কাব্য করিম। বইমেলায় স্টুডেন্ট ওয়েজের ১০৬-১০৭-১০৮ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। ঘরে বসে বইটি সংগ্রহ করতে চাইলে ফোন করতে পারেন- ১৬২৯৭ এই নাম্বারে। সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনে অনুষ্ঠান এবং সংবাদ বিভাগে কাজ করেছেন সুদীপ দে। বতর্মানে জিটিভিতে কমরত অাছেন। সুদীপ দে লেখালেখির সঙ্গে যুক্ত অনেক দিন ধরে। এর আগে প্রকাশ হওয়া তার প্রথম গল্পগুচ্ছ 'প্রেমরোগ'।
বইটি সম্পর্কে প্রকাশক মাশফিকউল্লা জানান, তরুন লেখকদের মধ্যে সুদীপ দে ভালো লেখেন। আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে।
উপন্যাস দুটোর কাহিনী সংক্ষেপ :
'জলস্বপ্নের প্রতিচ্ছবি'
আবির এবং রোজা একই বিশ্ববিদ্যালয়ের পড়ে। দু’জনই মেধাবী শিক্ষার্থী। এরপর দু’জন, দু’জনকে জানাশোনা, বোঝা। অত:পর প্রেম। আবির আর রোজা বিশ্বাস করে যে প্রেমে ত্যাগ, বিশ্বাস আর শ্রদ্ধা রয়েছে সে ভালোবাসার মিলন হবেই। কিন্তু দু’জনের পরিবার তাদের সর্ম্পক মেনে নিলেও রোজার পরিবার চায় আবির ঘরজামাই থাকুক। এদিকে আবির ও রোজা এখন বিয়ে নয় ভবিষ্যৎ গড়তে বেশি চিন্তিত। আবির ও রোজার স্বপ্ন পড়াশোনা শেষ করে স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাবে দেশের বাইরে। কিন্তু এর আগেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। সড়ক দুর্ঘটনায় পড়ে আবির। এগুতে থাকে গল্প। এদিকে জীবনে প্রয়োজনে আরো সম্পর্ক যুক্ত হয় জীবনে। স্বপ্ন কি পূরণ হবে আবির আর রোজার? এনিয়েই “জলস্বপ্নের প্রতিচ্ছবি”।
'রহস্য বাড়ি'
পুরান ঢাকার ফরাশগঞ্জ। পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী। ফরাশগঞ্জের একটি বাড়িতে শুশুর, শাশুরী, স্বামী, সন্তান নিয়ে ভালোই আছে লাবনী। কিন্তু সুখের সংসার হঠাৎ? লাবনী দেখতে পায় বারান্দায় পাশ দিয়ে বিশাল এক দেহের মানুষ হেটে চলে গেলো। মানুষের শরীর এতো বিশাল হয় কিভাবে? মনে হয় পাচঁ তলা বাড়ির সমান উচু। পুরো শরীর লোমে ভরা। আলিফ দেখে দরজার তালাটা ঝুলছে। ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছে। এপাশে ওপাশে কেউ নেই। হঠাৎ গভীর রাতে লাবনী ঘুম থেকে জেগে দেখে ড্রয়ং রুমে টিভি চলছে। আশেপাশে কেউ নেই। একদিন বারান্দায় হাটু গেড়ে একজনকে বসে থাকতে দেখে লাবনী। আবার চোখের পলকেই নেই! হঠাৎ করেই পাখিগুলো কিঁচির মিঁচির করে উঠে! মাঝে মাঝেই এমন সব ঘটনা!!! কিন্তু কেন? অন্ধকারে কি রহস্য লুকিয়ে আছে এ নিয়েই ‘রহস্য বাড়ি’।
No comments:
Post a Comment