Wednesday, February 15, 2017

ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প - মেঘ এনেছি ভেজা


ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প - মেঘ এনেছি ভেজা : এক পশলা মিষ্টি মেঘে সিক্ত ভালবাসা দিবস রোমান্টিক গল্পের মূল উপাদান আবেগ – একটি স্বার্থক প্রেমের গল্প হবে আবেগে আর প্রেমের অনুভূতিতে টৈটম্বুর যা ছুঁয়ে যাবে প্রতিটি দর্শকের মন। মনে হবে ‘ইশ, যদি এমনটা আমার সাথেও হত!’ – এমনই একটি গল্প ছিল এবারের ক্লোজআপ কাছে আসার গল্পের ‘মেঘ এনেছি ভেজা’। মূল গল্পটি তরিকুল ইসলাম তপুর। আর মাত্র পঁচিশ মিনিটের ব্যপ্তিকালে এত চম‌ৎকার ভাবে একটা পরিপূর্ণ প্রেমের গল্প তুলে ধরার রীতিমত অসম্ভব কাজটিকে সম্ভব করে দেখিয়েছেন পরিচালক রুবায়েত মাহমুদ। সাথে ছিলেন সবার প্রিয় সাবিলা নূর এবং সিয়াম। নাটকটি দেখতে দেখতে বারবার মনে হয়েছে প্রেম তো এমনই হওয়া উচি‌ৎ! একটি ফেসবুক ট্রাভেল গ্রুপের সাথে কানাডা প্রবাসী আবির বান্দরবানে যায় বাংলাদেশের সৌন্দর্যকে আবিষ্কার করতে, কিন্তু সেখানে গিয়ে সে প্রকৃতির অপার সৌন্দর্যের পটভূমিতে আবিষ্কার করে পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটিকে। সব প্রেমের গল্প কিন্তু প্রায় একই রকম, একটি ছেলে আর একটি মেয়ে নিজেদের আবিষ্কার করবে পরস্পরের সবথেকে কাছের সঙ্গীরূপে, এতটা গভীর ভাবে পরস্পরকে অনুভব করবে যেমনটা আর কাউকে কখনও করেনি। তারপর পরিনতিতে গিয়ে হয় মিলন নয়তো বিরহ। এমন অজস্র গল্পের ভিড়ে মাঝেই কিছু কিছু গল্প একদম হৃদয়ের গভীরে নাড়া দেয়। এভাবেই হাজারো গল্পের মাঝে মনের পর্দায় বারবার ভেসে ওঠে কিছু বিশেষ ফ্রেম কিছু সংলাপ, যেগুলো মনের মাঝে গভীর অনুভূতির ছাপ ফেলে গেছে – যেগুলোকে ক্যামেরায় ধারণ করা হয়েছে পরম যত্নে আর মমতায়... ‘মেঘ এনেছি ভেজা’ দেখতে দেখতে এমন ব্যাপার বেশ কয়েকবার চোখে পড়ে, শুভ্রার ভূবন ভোলানো হাসি অথবা পাহাড়ের বুকে সূর্যোদয়, অথবা ... ‘আমি তোমার সাথে সাত হাজার বার দেখা করতে চাই, আমি তোমার সাথে প্রতিটি সূর্যোদয় দেখতে চাই’ – সত্যিই, সাত হাজার বার না হলেও অন্তত সাতবার ‘মেঘ এনেছি ভেজা’ দেখাই যায়। আর কিছু না হলেও আবির ও শুভ্রার গল্প এবারের ভালবাসা দিবসকে এক পশলা মিষ্টি মেঘে সিক্ত করেছে নি:সন্দেহে।

No comments:

Post a Comment