পদ্মা সেতু নির্মাণের আগেই হানিফ ফ্লাইওভার থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ফোর লেনের রাস্তা

anikhira1 | 4:52:00 AM | 0 comments





মো: খালেকুজ্জামান অনিক
ঢাকা-মাওয়া মহসড়কের কালিগঞ্জ নতুন সড়ক মোড়ে ফোর লেন কাজের সফল পরিদর্শন শেষে শুক্রবার সাংবাদিকদের সেতুমন্ত্রী কথা বলেন
সময় তাঁর সঙ্গে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো: সিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসানুল কবীর, লে: কর্নেল নিজাম উদ্দিন আহম্মেদ, সেতু মন্ত্রীর পাবলীক রিলেসন্স অফিসার মো: নাসির উদ্দিন, মো: ওয়ালিয়াদ প্রমুখ এবং তেঘরিয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ জজ মিয়াসেতুমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতুর দুই পাড়ে সোয়া হাজার কোটি টাকা ব্যয়ে ৫৫ কিলোমিটা ফোর লেন সড়ক বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে সম্পন্ন করা হবে প্রকল্প সূত্রে জানা গেছে, ঢাকা, মুন্সীগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর- এই চার জেলার অভ্যন্তরে ঢাকা-খুলনা সহাসড়কের যাত্রাবাড়ি ইন্টারসেকশন থেকে ইকুরিয়া বাবু বাজার লিংক রোডসহ মাওয়া পর্যন্ত ৩৭ কিলোমিটার এবং মাদারীপুরের পাচচর হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ২০ কিলোমিটার পাচচর ভাঙ্গা অংশে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ ফোর লেনের কাজ করা হবে। সড়ক জনপথ অধিদপ্তরের অধিনে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন পশ্চিম এবং বাংলাদেশ সেনাবাহিনী সূত্র আরো জানায়, প্রকল্পে ৬টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভার এবং ছোট বড় ৩১টি সেতুর ওপর দিয়ে এই সড়কপথ নির্মিত হবে। প্রকল্পের জন্য ২৪.৮৮ হেক্টর ভূমি অধিগ্রহণ করা হয়েছে

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments