Monday, August 9, 2021

চাঁদপুর মতলব দক্ষিণ করোনা মহামারীতে মানুষ যখন ঘরবন্দী তারমধ্যে কিছু স্বেচ্ছাসেবী নিজেদের জীবনকে বিপন্ন করে প্রতিকূল পরিবেশে নিরলসভাবে দিয়ে যাচ্ছে ফ্রি অক্সিজেন সেবা।

 

মো:খালেকুজ্জামান অনিক

চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় এরই মধ্যে  সরকারি হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

অনেক রোগী হাসপাতালে ভর্তি হতে না পেরে বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। জরুরি অবস্থায় অক্সিজেন সংকটে পড়ে  ভোগান্তিতে পড়ছে অনেক রোগী।  এই অবস্থায় ‘'যেখানেই মানবিক সমস্যা, সেখানেই আমরা'’এই স্লোগানকে সামনে রেখে করোনা মহামারিতে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজহিতৈষী মিঞা মামুন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ হাজীর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে একই পৌরসভার দু’টি সামাজিক স্বেচ্ছাসেবা সংগঠন যথাক্রমে "অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন" ও "লোটাস-বাড চ্যারিটি ফোরাম" -এর যৌথ উদ্যোগে ‘নারায়ণপুর অক্সিজেন ব্যাংক’ নামে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চালু হয়েছে।

মোবাইলে  ফোন পেয়ে উপজেলার সর্বত্র ফ্রি অক্সিজেন সেবা দিতে ছুটছেন তারা । অক্সিজেন পৌঁছে দিচ্ছে রোগীর বাড়িতে। তাদের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে রোগীর স্বজন ও সাধারণ মানুষের । উপজেলায় বিনামূল্যে অক্সিজেন  সেবা দেয়াই তাদের মূল উদ্দেশ্য।

প্রাথমিক পর্যায়ে ৮টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে, বর্তমানে সিলিন্ডার সংখ্যা এসে দাড়িয়েছে ১৬টি। এরই মধ্যে তারা ২০+ মুমূর্ষু রোগীকে অক্সিজেন সেবা দিয়ে সাহায্য করেছে।মানুষের দৌড়-গড়ায় এ সেবা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী টিম সর্বদা প্রস্তুত। 

করোনায় আক্রান্ত  মুমূর্ষু রোগীর স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগ করলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে  সিলিন্ডার। করোনাকালীন অক্সিজেনের এই তীব্র সংকটে এগিয়ে আসায় সংগঠনটি এরইমধ্যে মানুষের ভরসার জায়গায় পরিণত হয়েছে।

করোনা মাহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।


◼️জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন-

‌সমন্বয়ঃ মিঞা মামুন- 01817028299

‌অনির্বাণ সমাজ কল্যাণ ফাউন্ডেশন -01626928051

‌লোটাস-বাড চ্যারিটি ফোরাম-01312122133

No comments:

Post a Comment